বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ”ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দরুইন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্মৃতি স্মরণে ডাবল টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল খেলার মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন, মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছায়েব আলী।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গাজালা পারভিন রুহি, এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সজিব মিয়া, সহকারি কমিশনার ভূমি আখাউড়া। খেলার উদ্বোধক ছিলেন, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী, দরুইন স্বদেশী প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ কাউসার আলী, মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দুলাল আহমেদ সহ আরো অনেকে।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাঠ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নয়াদিল ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব বনাম টানোয়াপাড়া কিংস স্পোটিং ক্লাব। টানটান উত্তেজনা পূর্ণ খেলায় টানুয়াপাড়া কিংস স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে নয়াদিল ইয়ংস্টার স্পোটিং ক্লাব। জমজমাট ফাইনাল খেলাটি দেখতে এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এলাকার যুব সমাজের খেলাধুলার সুবিধার্থে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে এই মাঠটি যেন খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেওয়া হয়। খেলা শেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সেরা খেলোয়াড় কে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার, রানার্সআপ দলের হাতে ২৪ ইঞ্চি এলইডি টিভি ও চ্যাম্পিয়ন দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন উপস্থিত অতিথিরা।