ডেস্ক নিউজ : বাংলাদেশিসহ ৩৩ হাজার ৮০৭ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) রেকর্ড অনুসারে সাজা শেষে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সব অভিবাসন ডিপো থেকে এসব বিদেশি বন্দিকে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের কাছে বৈধ ইউনাইটেড নেশনস হাইকমিশন ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) কার্ড আছে তাদের প্রথমে যাচাইকরণের উদ্দেশ্যে এবং মুক্তির আগে ইউএনএইচসিআরে রেফার করা হবে। বন্দিদের প্রত্যাবাসন নিশ্চিত করার একটি ব্যবস্থা হিসেবে ইউএনএইচসিআর থেকে নিশ্চিতকরণ করা হয়েছিল, যাতে প্রত্যাবর্তনের নীতি লঙ্ঘন না হয়।
তিনি বলেন, ইমিগ্রেশন ডিপোতে আটকদের প্রত্যাবাসন ইমিগ্রেশন ডিপোর প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কিত ইমিগ্রেশন মহাপরিচালকের স্থায়ী নির্দেশের ভিত্তিতে পরিচালিত হয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১