রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ২০০৬ সালে ১৪ দলীয় জোটের লগি-বৈঠার নৃশংস হত্যাকান্ডসহ আন্দোলনে শহীদ রফিকুলের বিচার দাবিতে গণজমায়েত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৮ অক্টোবর সোমবার দুপুর ২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণজমায়েতের আয়োজন করে কুড়িগ্রাম জেলা জামায়াত। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী গণজমায়েতে আসতে থাকে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর শহর শাখার আমীর মাওলানা আব্দুস সবুরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী। প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান স্বপন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা শাখার সেক্রেটারী মাওলানা নিজাম, জেলা মজলিশে শুরা সাবেক সভাপতি আইনজীবি ইয়াসিন আলী সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মু. শাহজালাল সবুজ, মাওলানা আবদুল হামিদ মিয়া, সাবেক আমীর দেওয়ান আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন-সদর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ফয়েজ উদ্দিন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী মোঃ মোশাররফ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জহুরুল ইসলাম, তৎকালীন শিবির সেক্রেটারী মোঃ রফিকুর ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলীল সরকার, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ মুকুল হোসেন ও শহীদ রফিকুল ইসলামের পিতা মোঃ আমীর আলী প্রমুখ।
বক্তারা স্বৈরাচার আওয়ামীলীগের নৃশংসতা ও দুঃশাসনের কথা তুলে ধরে অবিলম্বে শহীদ রফিকুল সহ অবৈধভাবে ফাঁসিতে ঝুঁলিয়ে কেন্দ্রীয় নেতাদের হত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:২২