মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার পলাশ থানায় ছয় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার চরসিন্দুর এলাকার মৃত রমিজউদ্দিনের আহমেদ এর ছেলে মেসার্স দিপু ট্রেডার্সের মার্কেটিং অফিসার ফারুক আহমেদ (৫৩) শনিবার দুপুরে তার কর্মরত প্রতিষ্ঠানের টাকা উপজেলার বিএডিসি মোড়ের তিতাস গ্যায় গেইটের মেসার্স পাটুয়ারী ট্রেডার্স এর লিটন পাটুয়ারীর কাছ থেকে নগদ ছয় লক্ষ আট হাজার চার শত টাকা নিয়ে ইটাখোলা অফিস এর উদ্দেশ্যে রওনা হন।
ফারুকের মোটর সাইকেলটি পলাশ বাসস্ট্যান্ড হয়ে পলাশ উপজেলা রোড হয়ে পলাশ স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দিয়ে দক্ষিন দেওড়া প্রাইমারী স্কুলের সামনে আসার পর অজ্ঞাতনামা চারজন লোক দুটি মোটরসাইকেল দিয়ে ফারুকের রাস্তা আটকিয়ে তাকে পিস্তল দিয়ে গুলি করার ভয় দেখিয়ে তার সাথে থাকা নগদ ছয় লক্ষ আট হাজার চার শত টাকাসহ ব্যাগ এবং তার মোটর সাইকেল এর চাবিটি নিয়ে যায় ।
ব্যাগ নিয়ে যাওয়ার সময় চারজন ফারুককে এলোপাথারী মারধর করে পরে আশে পাশের লোকজন এসে ফারুককে উদ্ধার করে বলে থানার অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী ফারুকের মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করার পর তিনি তার কর্মরত অফিসে জানিয়ে থানায় গিয়ে লিখত অভিযোগ করেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ তদন্ত চলছে।
কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫৭