বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

আশুলিয়ায় সম্মাননা শুভেচ্ছায় ভূষিত হলেন আশীষ কুমার নাগ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় শ্রী শ্রী দূর্গাপূজায় ৮৩টি মন্ডপে নির্বিঘ্নে ও সফলভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা উদযাপন হওয়ায় শুভেচ্ছা সম্মাননায় ভূষিত হলেন আশীষ কুমার নাগ।রোববার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর হিন্দুপাড়ায় তাঁর বাসভবনে এক প্রেস ফ্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান তিনি। এরআগে মঙ্গলবার (২২শে অক্টোবর) সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক আত্মিক  মিলনমেলা অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকারের হাত থেকে তিনি এই শুভেচ্ছা সম্মাননা গ্রহণ করেন।আশীষ কুমার নাগ আশুলিয়ার নরসিংহপুর হিন্দুপাড়ার স্বর্গীয় আশুতোষ নাগের ছেলে। তিনি বর্তমানে থানা পূজা উদযাপন কমিটির সভাপতির দ্বায়িত্ব সফলভাবে পালন করে আসছেন।
শুভেচ্ছা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, সাভার সার্কেল এস.এম রাসেল ইসলাম নূর, সহকারী কমিশনার ভূমি, আশুলিয়া সার্কেল শাহ শেখ মো: জুবায়ের ও সাভার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু বরুণ ভৌমিক নয়ন। সাভার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনটির সদস্যসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে আরও উপস্থিত ছিলেন।
এব্যাপারে আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার নাগ বলেন, শারদীয় দূর্গা পূজা উৎসব-২০২৪ উৎযাপনে আমি সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মাননা স্মারক পেয়েছি। আমার এই সম্মাননা স্মারক পাওয়ার পিছনে যাদের অবদান তারা হলেন, উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার ব্রিগেড ও গোয়েন্দা সংস্থাসহ সাংবাদিক ভাই-বোনেরা। আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে ৮৩টি পূজা নির্বিগ্নে উদযাপিত হয়েছে। তাই প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদককে আমার এই সম্মাননা স্মারক উৎসর্গ করলাম। সর্বোপরী আমার ভবিষ্যত পরিকল্পণা সনাতন ধর্মাবলম্বীদের বিপদে-আপদে সরকারী-বেসরকারী সাহায্য সহযোগীতা সহ আমি নিজেই সর্বদা তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। অসহায় সুবিধাবঞ্চিতদের জন্য মন্দির তৈরি করার দৃঢ় প্রত্যয়ব্যক্ত করছি।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবকর সরকার বলেন, আমাদের  সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা। আমরা একে অপরের সহযোগীতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পেরেছি এজন্য প্রশাসনিক ও হিন্দু সম্প্রদায় সহ সকলকে ধন্যবাদ জানাই। সেইসাথে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দেশটাকে এগিয়ে নিতে হবে। হিন্দুসম্প্রদায় ও ইস্কনসহ সাভার উপজেলা ও আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ কুমার নাগ’সহ ৬জনকে শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিটিটা পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুকূলে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিও লেটারও প্রদান করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit