মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চবির ব্যাচ-৪২ এবং হেলথ কার্ড বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পাদিত ঢাবিতে ঢাকাস্থ হাতিয়া ফোরামের ঈদ পুনর্মিলনী:সুখী-সমৃদ্ধ হাতিয়া গড়ার অঙ্গীকার ফুলবাড়ী পৌরসভার ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা॥ দুর্গাপরে সততা স্টোর উদ্বোধন বেনাপোলে ১২দিন নিখোঁজ মাদ্রাসা পড়–য়া কিশোর তামিম: ছেলের সন্ধান চান অসহায় পিতা ম্যাচ শেষে মেসির সবকিছু নিয়ে গেলেন দেম্বেলে চৌগাছা পৌরসভায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণ নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন: মির্জা ফখরুল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪২৯ পিএসজির কাছে বিধ্বস্ত হওয়া মেসির কাছে প্রত্যাশিত

হিজবুল্লাহর হামলায় নিহত ২ জনের পরিচয় প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার উত্তর ইসরাইলের শহর মাজদ আল-কুরুমে হিজবুল্লাহর ছোঁড়া রকেটের আঘাতে দুজন নিহত ও সাতজন আহত হন। নিহতরা হলেন- ১৯ বছরের আরজওয়ান মানা এবং ২১ বছরের হাসান সুয়াদ। এদের মধ্যে মানা একটি বিপণীর ক্যাশিয়ার হিসেবে কাজ করছিলেন এবং হাসান সেখানে ক্রেতা হিসেবে উপস্থিত ছিলেন।

এক টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলের পরিস্থিতি দেখানো হয়েছে। যেখানে রকেট আঘাত হানার পর মেঝেতে রক্তের দাগ এবং ফল ও সবজির ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করে জানায়, তাদের লক্ষ্য ছিল মাজদ আল-কুরুমের পাশের শহর কার্মিয়েল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এ হামলায় প্রায় ৩০টি রকেট ছোঁড়া হয় এবং শুক্রবার মোট ৬৫টি রকেট লেবানন থেকে উত্তর ইসরাইলের দিকে নিক্ষেপ করা হয়।

এদিকে ইসরাইলের মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে ২১ বছর বয়সি এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। ৮০ বছরের এক বৃদ্ধও গুরুতর আহত হয়েছেন। এছাড়া দুজন মাঝারি অবস্থায় আছেন এবং তিনজন সামান্য আহত হয়েছেন। শুক্রবার পশ্চিম গ্যালিলির সীমান্তবর্তী শহর শোমেরা এলাকায়ও রকেটের আঘাতে অন্তত ৬ জন ইসরাইলি সেনা আহত হন, যাদের অবস্থা অনেকটাই স্থিতিশীল।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, কিছু রকেট প্রতিরোধ করা হয়েছে। এছাড়া কয়েকটি খোলা জায়গায় আঘাত হেনেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইসরাইলের পশ্চিম গ্যালিলি এবং গোলান মালভূমির ওপর দিয়ে আসা দুটি ড্রোনও ধ্বংস করা হয়েছে। হিজবুল্লাহ এবং ইসরাইল উত্তেজনার মধ্যেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগ ও বিমান প্রতিরক্ষা ইউনিটে আক্রমণ করা হয়। এতে ইরানি অস্ত্র পাচারের পথ হিসেবে ব্যবহৃত লেবানন-সিরিয়া সীমান্তের একটি ক্রসিং এবং দক্ষিণ লেবাননে দুটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। চলমান এই সংঘর্ষে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর ৫৫ জন সদস্য নিহত ও ৩১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সূত্র: টাইমস অব ইসরাইল

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit