ডেস্ক নিউজ : গোপালগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে করা ৩৩ মামলার আসামি রনি সিকাদরকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টেবর) রাতে শহরের বিণাপানি উচ্চ বালিকা স্কুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জেলা শহরের মিয়াপাড়ার মাসুদ শিকদারের ছেলে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, রনি সিকদার ওরফে মুতকুরা রনির নামে একটি হত্যা ও অস্ত্র আইনের মামলা ছাড়াও দুটি ডাকাতির, তিনটি চাঁদাবাজির, ১০টি মারামারির এবং ১৬টি মাদকের মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০