এই মডেলে ইলন মাস্কের সমর্থন থাকলেও, মুকেশ আম্বানি নিলামের পক্ষেই। আম্বানির রিলায়েন্স জিও এরইমধ্যে টেলিকম খাতে বড় বিনিয়োগ করে শক্তিশালী অবস্থানে রয়েছে। স্যাটেলাইট অপারেটর এসইএস-এর সঙ্গে যুক্ত হয়ে মধ্যম কক্ষপথ স্যাটেলাইটের মাধ্যমে সেবা প্রদানের পরিকল্পনা করছে।
অন্যদিকে, ইলন মাস্কের স্টারলিংক নিম্ন কক্ষপথের স্যাটেলাইট ব্যবহার করে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিচ্ছে। স্টারলিংকের স্যাটেলাইটের সংখ্যা বর্তমানে ৬ হাজার ৪১৯টি, যা ১০০টি দেশে প্রায় ৪০ লাখ গ্রাহককে সেবা প্রদান করছে। মাস্ক ২০২১ সাল থেকেই ভারতের বাজারে প্রবেশের চেষ্টা করছেন। তবে, বিভিন্ন জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি।
গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে যেখানে প্রচলিত কেবল সংযোগ পাওয়া কঠিন, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট অত্যন্ত কার্যকর। ভারতের প্রায় ৪০ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত। যাদের বেশিরভাগই বসবাস করে গ্রামাঞ্চলে।বিশেষজ্ঞদের ধারণা, স্যাটেলাইট ইন্টারনেট এসব এলাকার মানুষদের ডিজিটাল সেবা প্রদানে একটি বড় ভূমিকা পালন করতে পারে।