স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের ব্যবধানটা ইনিংস ব্যবধানে হারের লজ্জায় পরিণত হতে পারত যদি না ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়াতেন মেহেদী হাসান মিরাজ। দুঃসময়ের কান্ডারির ৯৭ রানের ইনিংসের সুবাদেই প্রোটিয়াদের ১০৬ রানের টার্গেট ছুড়তে পেরেছিল বাংলাদেশ। আর এমন ব্যাটিংয়ের পর বেন স্টোকস ও রবীন্দ্র জাদেজার পাশে নাম উঠেছে মিরাজের।
মিরাজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের জোড়া মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন কেবল দুইজন। ইংল্যান্ডের বেন স্টোকস এই মাইলফলক স্পর্শ করেছেন দুইবার। একবার রবীন্দ্র জাদেজা। ২০১৯-২১ চক্রে বেন স্টোকস ব্যাট হাতে করেন ১ হাজার ৩৩৪ রান ও বল হাতে নেন ৩৪ উইকেট। অন্যদিকে ২০২১-২৩ চক্রে ভারতের রবীন্দ্র জাদেজা– ৭২১ রান ও ৪৭ উইকেট পান। একই চক্রে বেন স্টোকস– ৯৭১ রান ও ৩০ উইকেট পান। এবার এ তালিকায় নাম লেখালেন মিরাজ। ২০২৩-২৫ চক্রে মিরাজের এখন পর্যন্ত সংগ্রহ ৫৫৪ রান ও ৩৪ উইকেট।
কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৫