ডেস্ক নিউজ : ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালুর সমাপনী প্রস্তুতি পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সোমবার (১৪ অক্টোবর) রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ এর আগে সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শন করেন তিনি ৷
পরিদর্শন শেষে সিনিয়র সচিব মো. এহছানুল হক মিরপুর-১০ মেট্রো স্টেশনে পুনরায় যাত্রীসেবা ফিরিয়ে আনতে নিযুক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই কাজের ধারা ভবিষ্যতেও বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফসহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০