তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পারস্পারিক আন্তরিকতা ও নজিরবিহীন নিরাপত্তা ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে মহাসমারোহে শেষ মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে শেষ হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে অত্যন্ত নিরাপদ পরিবেশে রবিবার রাতে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয় এ পুজা।ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছিলো শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদূর্গা। তার এই আগমন ও প্রস্থানের মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে এ দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে এ পূজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং সবচেয়ে কঠোর পরিশ্রম করেছে ৩১ ব্যটেলিয়ান নেত্রকোনা অঞ্চলের বিজিবি সদস্যরা।
মন্ডপগুলোতে বিভিন্ন স্তরের নিরাপত্তায় ছিলো উপজেলা বিএনপি‘র নেতা কর্মীরা।ওইদিন বিকেলে সকল মন্ডপ থেকে প্রতিমা গুলো শ্রী শ্রী দশভুজা মন্দির চত্ত্বরে রাখা হয়। পরবর্তিতে ভক্তরা তাদের পুজাপার্বন শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়। পরবর্তিতে সোমেশ^রী নদীর তীরে উপজেলা প্রশাসন,পুজা উদযাপন পরিষদ, উপজেলা বিএনপি ও সুশীল শ্রেনীর নেতাকর্মীদের উপস্থিতে এক আলোচনা শেষে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ হয়।এসময় পৌর বিএনপি‘র সদস্য সচিব হারেজ গণি, উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, ওসি দুর্গাপুর থানা মো. সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান, দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভার:) মো. মোস্তাফিজুর রহমান সহ বিজিবির উর্দ্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
নজিরবিহীন নিরাপত্তার মাধ্যমে শারদীয় দুর্গাপুর শেষ হওয়ায় সকলের পক্ষথেকে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়।
কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫