ডেস্ক নিউজ : সোমবার (১৪ অক্টোবর) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫১ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৩৭৩ দশমিক ৫৪ পয়েন্টে ও ১ হাজার ৯৬৯ দশমিক ৫২ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১৪ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯১ দশমিক ৫৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৫ কোটি ৮৭ লাখ টাকার।
এছাড়া সোমবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৫৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৪ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৪ দশমিক ৭৯ পয়েন্টে ও ৯ হাজার ১৬৮ দশমিক ১৯ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ৭ দশমিক ২৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৫৮ পয়েন্ট কমে যথাক্রমে ৯৭৫ দশমিক ৩৭ পয়েন্টে ও ১ হাজার ১৪৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩১৮ দশমিক ৭৩ পয়েন্টে।
তবে সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১ কোটি ৮ লাখ টাকা।
সিএসইতে ১৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারদর।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১৫