আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে বেলুচিস্তানের দুকিতে এ হামলার ঘটনা ঘটেছে। দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।’
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৫