মাটিরাঙ্গায় বিভিন্ন পূজামন্ডপে ওয়াদুদ ভূইঁয়ার শুভেচ্ছা উপহার পৌঁছেদিলেন..উপজেলা বিএনপি।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
৫৯
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজার মহাসপ্তমীতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়ার পক্ষথেকে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা উপহার পৌছে দিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দূর্গাপূজার মহা সপ্তমীতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি,র নেতৃত্বে তাইন্দং হেডপাড়া দুর্গাপুজা মন্ডপ, তবলছড়ি লাইফু কার্বারী পাড়া হরি মন্দির দুর্গাপূজা মন্ডপ, ডাকবাংলো শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুর্গাপূজা মন্ডপ, গোমতি জগন্নাথ মন্দির দুর্গাপূজা মন্ডপ, বেলছড়ি শিব মন্দির দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় বিএনপির পক্ষ থেকে পুজা মন্ডপের পাহারায় থাকা নেতাকর্মী, পুজা উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকা পুলিশ ও আনসার বাহিনীর সাথে মতবিনিময় করেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি বলেন, বিএনপি ধর্ম নিরপেক্ষতাকে প্রধান্য দিয়ে সকলের নিজ নিজ ধর্ম পাালনের অধিকার নিশ্চিত করতে ওয়াদুদ ভুইয়া খুবই আন্তরিক । তাই পার্বত্য অঞ্চলে বসবাসসরত বাঙালী পাহাড়ি মিলেমিশে একে অপরের ধর্মীয় উৎসব পালনে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়ে প্রতিনিধি হিসেবে আমাদের পাঠিয়েছেন আপনাদের নিকটে । একটি মহল সম্প্রীতির এই মেলবন্ধনকে নষ্ট করতে গুজব ছড়ানোর চেষ্টা করছে । কোন প্রকার গুজবে কান না দিয়ে সকল সচেতন থাকার আহবান জানিয়েছেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মো.আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান৷ জিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জালাল,তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ইব্রাহিম,তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রফিকুল ইসলাম,বড়নাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আবদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মু.আরিফুর রহমান সজল,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আলম জুয়েল, উপজেলা শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সনি, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক চনির ত্রিপুরা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।