স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বে জয়ে ফেরার মিশনে শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় স্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্টিনেজ প্রাদানোসে স্বাগতিক চিলির বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের দল।
এবারের বাছাই পর্বে সবচেয়ে হতাশাজনক পারফরম্যান্স উপহার দেয়া দুই দল মুখোমুখি হচ্ছে এই ম্যাচে। শেষ পাঁচ ম্যাচের চারটিতে হারা ব্রাজিল ৮ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার সাবেক চ্যাম্পিয়ন চিলি ৮ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। সেই সঙ্গে দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে আছে ৯ নম্বরে।
অন্যদিকে, পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে থাকলে আর্জেন্টিনার সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। একের পর এক চোটে বিপর্যস্ত দলটি। নিষেধাজ্ঞা পাওয়ায় নেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার ওপর ভেনেজুয়েলার হারিকেন মিল্টনে আটকে পড়ার পর ম্যাচের আগমুহূর্তে ভেন্যুতে পৌঁছেছে দলটি। সুযোগ মেলেনি খুব একটা প্রস্তুতিরও। তাই কঠিন সময় আসতে পারে তাদের সামনেও।
ভেনেজুয়েলার মাতুরিন মনুমেন্তাল স্টেডিয়ামে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনার অনেক সমর্থক থাকলেও উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। ম্যাচটি দেখতে চাইলে সমর্থকদের চোখ রাখতে হবে ইয়াল্লা শ্যুট, বেইন ম্যাচের ওয়েবসাইটে। এছাড়া স্পোর্টজিফাই অ্যাপেও দেখা যাবে ম্যাচটি।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০