স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক ছিল আগে থেকেই। দীর্ঘদিনের প্রেমিকা জেসকে ২০২৩ সালে বিয়ের প্রস্তাব দেন স্টোন। তখন তারা ২০২৪ সালের অক্টোবরকে বেছে নেন। কারণ কাউন্টি শেষ হয়ে যাবে বলে এসময় ব্যস্ততা থাকবে না স্টোনের। কিন্তু কে জানতো, ২০২১ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলা স্টোন আবার ইংল্যান্ড দলে ডাক পাবেন!
গত আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সিরিজের পর এবার পাকিস্তান সিরিজের স্কোয়াডেও আছেন তিনি। যার কারণে সময় পিছিয়ে নিতে চেয়েছিলেন তার প্রেমিকা। কিন্তু অন্য পরিকল্পনা নিয়ে রাখেন স্টোন। পাকিস্তান সফরের আগে নিজের পরিকল্পনা নিয়ে তিনি কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কির সঙ্গে কথাও বলেন। তারা স্টোনের পরিকল্পনায় সায় দিয়েছেন।
এ নিয়ে বিবিসিকে স্টোন বলেন, ‘আমাকে যখন শ্রীলঙ্কা সিরিজের ইংল্যান্ড স্কোয়াডে ডাকা হলো, জেস আর আমি ভাবছিলাম পাকিস্তান সিরিজেও দলে রাখলে কী হবে! জেস বলছিল, বিয়েটা সে পেছাতে রাজি আছে। কিন্তু আমার মনে হয়েছে দেখি, সব ঠিকঠাক রেখে এগোনো যায় কি না। সে আমার জন্য যে ছাড়টা দিয়েছে, আমি অন্তত চেষ্টা করে দেখি।’
বুধবার (৯ অক্টোবর) ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন ওলি স্টোন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার বিয়ে ১২ অক্টোবর। ফলে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেলে ১১ অক্টোবর ম্যাচ শেষেই দেশের উদ্দেশে রওনা দিতে হতো। কিন্তু এখন কেনাকাটার জন্য বাড়তি সময় পাচ্ছেন তিনি। ১৫ অক্টোবর দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ না মিললে বিরতিটা বাড়বে আরেকটু বেশি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দ্বিতীয় টেস্টে স্টোনের না খেলার সম্ভাবনাই বেশি। যদিও ৩০ বছর বয়সি পেসারের খেলা বা না খেলা নির্ভর করছে স্কোয়াডে থাকা অন্য পেসারদের ওপর। ২০১৯ সালে টেস্ট অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৫ টেস্ট খেলেছেন স্টোন। যেখানে তার শিকার ১৭ উইকেট।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫৮