বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান বলিউডখ্যাত ভাইজান নামে পরিচিত। অভিনয় জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরু থেকে তার জীবন নিয়ে কম চর্চা হয়নি। আজও সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল কম নয়। কিন্তু হঠাৎ যদি আজ নিজের অতীতের সামনে দাঁড়ান সালমান? আজ থেকে ২০-২৫ বছর আগের সালমানের সঙ্গে দেখা হলে তিনি কী পরামর্শ দিতেন— ‘বিগবস ১৮-এর প্রোমোতে সেই মুহূর্তেরই ঝলক উঠে এলো। সেই ভিডিও এ মুহূর্তে সামাজিকমাধ্যমে ভাইরাল।
এর পরে বৃদ্ধ বয়সের সালমান বর্তমানের সালমানকে বলে ওঠেন— আমি কি বিষয়টা ভালোবেসে বা থাপ্পড় মেরে বোঝাব। এই বক্তব্য শুনেই বিস্ফোরিত চোখে তাকান সালমান। কৃত্রিম বুদ্ধিমতার সাহায্যে তৈরি সেই বৃদ্ধ সালমান জানান— তিনি এ মুহূর্তে ‘বিগবস ৩৮’-এর সঞ্চালনা করছেন। অবাক হয়ে ভাইজান নিজের বৃদ্ধ সত্তাকে প্রশ্ন করেন— তখনো কি ‘বিগবস’-এর অস্তিত্ব থাকবে? উল্লেখ্য, সালমান বর্তমানে ‘বিগবস ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত। ২০১০ সাল থেকে এই রিয়্যালিটি শোর সঞ্চালনা করছেন অভিনেতা। আজ ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ছোটপর্দার এ অনুষ্ঠান।
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪৮