স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি এয়ারগান, ১৪টি দেশীয় তলোয়ার, একটি লোহার তৈরি চাকতি, তিনটি চাকু, পাঁচটি স্টিক ও নদগ সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়।
আটক হওয়া মোহাম্মদ মোতাব্বির হোসেন জনি স্থানীয় ফারজানা ট্রান্সপোর্ট এর মালিক। এছাড়াও তিনি আওয়ামী লীগ নেতা আখলাক হায়দার, তারিক হায়দার ও লালন হায়দারের আপন ভাগিনা।
জনিকে অস্ত্রসহ বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চার থেকে পাঁচ আগস্ট কুমিল্লা জেলায় ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৪