ডেস্ক নিউজ : শামসি সরে দাঁড়িয়েছেন দুই পক্ষের সম্মতিতে। বৈঠক করার পর বোর্ড এ বিষয়ে সম্মতি দিয়েছে। ফলে যেকোনো সময় বিশ্বব্যাপী লিগগুলোতে খেলতে তার কোনো বাধা রইল না। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার আইসিসি ইভেন্টের ম্যাচগুলোতে তাকে দেখা যাবে। সে ব্যাপারে বোর্ডও নিশ্চয়তা দিয়েছে।
এক বিবৃতি দিয়ে বোর্ড ডিরেক্টর এনোচ এনকুই বলেছেন, ‘শামসি সাদা বলের ক্রিকেটে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রাখি। আমরা সন্তুষ্ট যে ও দক্ষিণ আফ্রিকার হয়ে আইসিসি ইভেন্টগুলোতে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেও শামসি ঘরোয়া লিগের দল টাইটান্সের হয়ে খেলবেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঘরোয়া ক্রিকেটে খেলে যাব। অন্য সুযোগগুলোও নিতে চাই। সময় দিতে চাই পরিবারকেও।’
তাবরেইজ শামসি যোগ করেন, ‘এটা (কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানো) দক্ষিণ আফ্রিকার হয়ে খেলায় কোনো প্রভাব ফেলবে না। যখনই দরকার হবে, তখনই আমি খেলতে প্রস্তুত। দেশের হয়ে বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন। এ ক্ষেত্রে লিগ অনেক তুচ্ছ।’
২১০৬ সালে জাতীয় দলে অভিষেক হয় শামসির। টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেও সাদা বলে এখন তিনি নির্ভরযোগ্য নাম। ওয়ানডেতে দেশের হয়ে ৫১ ম্যাচ ও টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচ খেলেছেন তিনি। সাদা বলের ক্রিকেটে ১৬১ উইকেট ও টেস্টে ৬ উইকেট নিয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০