স্পোর্টস ডেস্ক :আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্য দলগুলোর পাকিস্তান সফর নিয়ে দ্বিমত না থাকলেও বেঁকে বসেছে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা- এ ব্যাপারে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, জাতীয় দল আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের সরকার।
পিটিআইকে রাজিব শুক্লা বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্যা ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা তা এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দল কোন দেশে যাবে নাকি যাবে না তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০