ডেস্ক নিউজ : জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এ ধরনের সব কাজ থেকে নিজেদের বিরত রাখতে হবে।
মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলার হাটহাজারী, সীতাকুণ্ড, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এইচএম নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, এসএম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক মুহাম্মদ সিরাজ, মীরসরাই উপজেলা যুবদলের আহবায়ক মুহাম্মদ কামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন লিটন, মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম প্রমুখ।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০