স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শিক্ষকের ওপর হামলা ও মারপিটের প্রতিবাদে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্তারা এসে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানাযায়, উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেনের বাড়িতে সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবশ্য আহত শিক্ষক দেলোয়ার হোসেন সন্ত্রাসী হামলার ঘটনায় সহকারি প্রধান শিক্ষক দিদার আলমকে অভিযুক্ত করেছেন। অবশ্য ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক দিদার আলম আত্মগোপনে রয়েছে।
আর এ বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। ফলে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে সুন্দলপুর বাজারে মানববন্ধন শেষে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রী সাধারনকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়।
খবর পেয়ে সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে দোষি ব্যক্তিকে শাস্তির আশ্বাস দিলে এক ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। আর এ বিষয়টি নিশ্চিত করেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩০