বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

এই হার আমাদের অনেক কষ্ট দিয়েছে: হাথুরুসিংহে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে যতটুকু আত্মবিশ্বাস সঙ্গী হয়েছিল, ভারতের মাটিতে বাংলাদেশ তার ছিঁটেফোটা দেখাতেও ব্যর্থ। অন্তত কানপুর টেস্টের দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরেও এমন হার, টেস্ট ক্রিকেটে টাইগারদের হতশ্রী চেহারা ফুটিয়ে তুলেছে আরও একবার।

ঘরের মাঠে শ্রীলঙ্কা, এরপর পাকিস্তান ঘুরে ভারত। ব্যাটিং ইউনিট হিসেবে টপ অর্ডারের ব্যর্থতা ধারাবাহিক। কানপুরেও একই গল্প। দুইবার ব্যাট করে, তিন সেশনও টিকতে পারেনি শান্তর দল। শিষ্যদের এমন পারফরম্যান্সে হতাশ টাইগার হেড কোচ নিজেও।
 
সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘এই সিরিজের ব্যাটিং খুব হতাশাজনক। সবশেষ সিরিজে কয়েকজন ভালো করলেও সাম্প্রতিক সময়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে ব্যর্থ। এমন ব্যাটিংয়ের কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি। ভারত খুবই ভালো দল। আমরা এখানে পাওয়া শিক্ষা নিয়ে সামনে এগোব।’
 
কেবল হতাশ নয়, নিশ্চিত ড্র’র দিকে এগুতে থাকা ম্যাচ হেরে কষ্টও পেয়েছেন হাথুরুসিংহে। লঙ্কান কোচের কাছে দলের এমন পারফরম্যান্স মেনে নেয়া কঠিন। তিনি বলেন, ‘এই হার আমাদের অনেক কষ্ট দিয়েছে। ভারতের এমন অ্যাপ্রোচ আমাদের অবাক করেছে। রোহিত ও তার দলকে কৃতিত্ব দিতেই হবে এই অ্যাপ্রোচে ম্যাচ জেতার জন্য। তবে আমাদের পারফরম্যান্স মেনে নেয়া কঠিন।’
 
এদিকে কানপুরে হার ছাপিয়ে আলোচনায় সাকিবের ভবিষ্যত। শেষ নাকি শেষ না, তা নিয়েই কৌতুহল। হাথুরু অবশ্য আশাবাদী, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সেরা ক্রিকেটারের সার্ভিস পাবার ব্যাপারে।
 
টাইগারদের এ কোচ বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সাকিব তার শেষ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি সাকিবের মতো ক্রিকেটারের বিকল্প খুঁজে পাবেন না। এটাই সাকিবের শেষ টেস্ট কি না এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবে।’টেস্টে ধবলধোলাইয়ের লজ্জা কিছুটা হলেও কমানো সম্ভব টি-টোয়েন্টি সিরিজে। অবশ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সে সম্ভাবনাও ক্ষীণ টিম বাংলাদেশের। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit