মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জে পাঁচ পার্টনারে বাগানে ঢুকে প্রায় শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুরবৃত্তরা, পার্টনার গণ হলেন মোঃ হুমায়ুন জলিল (৪৫) পিতা মৃত আবু বক্কর সিদ্দিক, গ্রাম পাবর্তীপুর রনগাও বোচাগঞ্জ দিনাজপুর, মোঃ কামাল(৫৫) পিতা মৃত হামিজ উদ্দীন, সাং চাপোড়, মোঃ মুকুল মোল্লাহ (৪২) পিতা মৃত মতিন মোল্লাহ, সাং রঘুনাথপুর, মোঃ আসাদুজ্জামান রহিম (৪২) পিতা মৃত আব্দুর রশিদ, গ্রাম মিত্রবাটী, মোঃ মহসিন আলী (৪২) পিতা মোঃ আনসার আলী, গ্রাম বনুয়াপাড়া সকলের থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও।
এই ৫জন ব্যাক্তি পার্টনারশীপ তথা অংশীদারিত্বের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের বকুলতলা বাতাসন গ্রামে ১৫০ বিঘা জমি লীজ নিয়ে আম ও মাল্টা বাগান করেছেন। সেই বাগানে তরুনী চন্দ্র রায় ও ফয়জুল ইসলাম এই দুইজন ব্যাক্তি নিয়মিত পাহারা দিতেন। হঠাৎ ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টার সময় মুখোশধারী ৬জন ব্যাক্তি আম বাগানে ঢুকে ধারালো অস্ত্রের মুখে পাহাদারদের আটক করে পাহাদারদের সীম দিয়ে উপরে উল্লেখিত আম বাগান মালিকদের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং বাগানের প্রায় শতাধিক আম গাছ কেটে বিপুল অংকের অর্থ ক্ষতি সাধন করেছে।
বর্তমানে আম বাগান মালিকগণ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে আম বাগান মালিকদের পক্ষ থেকে মোঃ মুকুল মোল্লাহ বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা করেছে। যাহার নং- ০১, তাং-০১-১০-২০২৪ ইং। এ বিষয়ে থানার অফিসার ইনচার্চ হাসান জাহিদ সরকার বলেন, এ বিষয়ে মামলা রেকর্ড করা হয়েছে। যতদ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২১