যার প্রেক্ষিতে মালির এই ফুটবলারের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফার নিয়ম মেনে চলে অগ্রগতিও। তবে পাসপোর্ট জটিলতা ও দেশের রাজনৈতিক পটপরিবর্তনে থেমে যায় সব। বিপিএলের গেল মৌসুম শেষে ছুটিতে নিজ দেশ মালিতে যান সোলেমান দিয়াবাতে। সেখানে জীবনের নতুন ইনিংসও শুরু করেন এই ফুটবলার। বিয়ের পর তিন মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন এই ফরোয়ার্ড। মোহামেডানের আগামী মৌসুমের জন্য শুরু করেছেন অনুশীলনও। কিছুটা আক্ষেপ থাকলেও এখনো বাংলাদেশের হয়ে খেলতে চান দিয়াবাতে। তবে মূল লক্ষ্য সাদা-কালোদের হয়ে শিরোপা জেতা।
দিয়াবাতে বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলার বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। তা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। তবে ফেডারেশন যদি চায় আমি এখনো খেলতে রাজি। আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি পাসপোর্ট নিয়েও আমার দেশের সঙ্গে কথা বলেছি। সেখানে কিছু জটিলতা আছে তবে বাফুফে চাইলে সব জটিলতাই কেটে যাবে।’
দিয়াবাতের বাংলাদেশে খেলা নিয়ে এখনো ইতিবাচক বাফুফে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটাতে এরই মধ্যে দিয়াবাতে ও মোহামেডানের সঙ্গে আলোচনা করছে ফেডারেশন। যোগাযোগ করা হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও। এর আগেও নাইজেরিয়ার নাগরিক হয়ে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন এলিটা কিংসলে। যদিও লাল-সবুজ জার্সি গায়ে এলিটার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না।