স্পোর্টস ডেস্ক : গতবার এ আসর বসেছিল অনূর্ধ্ব-১৬ বয়সী খেলোয়াড়দের নিয়ে। ফাইনালে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচ মালদ্বীপের বিপক্ষে আগামী মঙ্গলবার। তিন দলের গ্রুপে প্রথম ম্যাচ জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখার সুযোগটা অবশ্য কাজে লাগাতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
তিনি বলেন, ‘আপনারা জানেন, ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে হেরে আমরা এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিলাম। আমাদের কোচ আমাদের দুর্বলতা কোথায়, কোন দিকে শক্তি এগুলো নিয়ে কাজ করেছেন, আমরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’
‘আমাদের প্রথম ম্যাচ যেহেতু ভারতের সাথে, সেহেতু প্রথম ম্যাচে ভালো একটা ফল করে যেন মালদ্বীপের বিপক্ষে খেলতে পারি। প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। কেননা, এটা জিতলে সেমিফাইনাল খেলা মোটামুটি নিশ্চিত। তাই আমরা প্রথম ম্যাচ নিয়ে ভাবছি। মালদ্বীপের বিপক্ষে পরের ম্যাচ নিয়ে পরে ভাবা যাবে।’
এই টুর্নামেন্ট সামনে রেখে ভারত প্রস্তুতি নিয়েছে বেশ ভালোভাবেই। ইন্দোনেশিয়াতে প্রস্তুতি নেওয়ার পর সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার সাথে মানিয়ে নিতে তারা অনুশীলন করেছে লাদাখে। অন্যদিকে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ টিটু। চ্যাংলিমিথাং স্টেডিয়ামের টার্ফের সাথে মানিয়ে নিতে বিকেএসপিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘২০ তারিখে (আগস্টে) আমরা অনুশীলন শুরু করি ঢাকাতে। তারপর ১ তারিখে চলে যাই বিকেএসপিতে। মোটামুটি এক মাসের মতো অনুশীলন করেছি। গ্রুপিংটা আমরা আগে থেকেই জানি। মূল বিষয়টা হচ্ছে, এই দলটা গতবার ফাইনাল খেলেছিল, ভারতের বিপক্ষে হেরছিল। এবারও ভারতের সাথেই প্রথম ম্যাচ। তো আমার মনে হয়, দ্রুতই আমরা জেনে যাবো গ্রুপের প্রথম ম্যাচে কার শক্তি কোন পর্যায়ে।’
টিটু আরও বলেন, ‘এই হিসেবে আমরা ভারতের এই দলটার খেলাই অনুসরণ করেছি। কেননা, ধরে নিচ্ছি ওদের অনূর্ধ্ব-১৬ দলটাই এবার অনূর্ধ্ব-১৭। আমাদের দলের অধিকাংশ খেলোয়াড় আগের দলের। নিকট অতীতেই আমরা সাফে (অনূর্ধ্ব-২০) চ্যাম্পিয়ন হলাম। মেয়েদের দিকেও যদি তাকাই, আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি, বয়সভিত্তিকেও চ্যাম্পিয়ন হয়েছি। তো আমরা চাই, সাফের প্রতিযোগিতাগুলো চ্যাম্পিয়ন হতে।’
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০০