মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজান গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ব্রাহ্মণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মোহাম্মদ মিজান বায়েজিদ বোস্তামি থানাধীন ওয়াজেদিয়া আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গত ১৭ ও ১৮ জুলাই নগরের বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র হাতে মিজানের ছবি ছড়িয়ে পড়ে। গ্রেফতার মিজানুরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে। কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত তিনি।

আন্দোলন চলাকালীন নাশকতাসংক্রান্ত চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার মামলায় তিনি সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানা যায়।
এ সময় তিনি আরও বলেন, মিজান নগরীর কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের সময় তথ্য অনুযায়ী ১ হাজার ২০০ পিস ইয়াবা এবং একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit