আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের দারুণ নৈপুণ্যে এক ম্যাচ পর জয়ে ফিরেছে গানাররা। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে খেলতে নামে আর্সেনাল।
তাতে প্রকাশ পায় দলের দুর্বলতাও। শুরু থেকেই বল দখল আর আক্রমণে গানারদের চেপে ধরে টটেনহ্যাম। প্রথম ১০ মিনিটে দুটি দারুণ সুযোগ পায় তারা। দুবারই দেজান কুলুসেভস্কির প্রচেষ্টা ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া। ১৭তম মিনিটে গানারদের প্রথম আক্রমণ ঠেকিয়ে দেন টটেনহ্যামের গোলরক্ষক গুইলেলমো ভিকারিও। পরের মিনিটে মার্তিনেল্লির শটও ঠেকান এই ইতালিয়ান।
দ্বিতীয়ার্ধেও সে উত্তাপ ধরে রাখে দুদল। তবে এবার আর খুব একটা ফাউল করেনি কোনো দল। পুরো ম্যাচে আক্রমণে পিছিয়ে থাকলেও ৬৪ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায় আর্তেতার শিষ্যরা। দারুণ এক হেডে দলকে জয়সূচক গোল এনে দেন মাগালিয়াইস। বুকায়ো সাকার কর্নারে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে মাগালিয়াইসের গোল হলো ১৫টি। এই সময়ে আর কোনো ডিফেন্ডার লিগে ১১টির বেশি গোল করতে পারেননি।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০০