আন্তর্জাতিক ডেস্ক : সুইফটকে তিনি ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ তথা সন্তানহীন নারী বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তাকে একটি সন্তান উপহার দিতে চেয়েছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনেক আগে সন্তানহীন নারীদের উপহাস করতে এ ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ শব্দগুচ্ছটি ব্যবহার করেছিলেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কামালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম টিভি বিতর্ক শেষ হওয়ার পরই ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন টেইলর সুইফট। তাতে কামালা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিয়ে সুইফট বলেন, ‘আমি ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’
টেইলর সুইফট আরও বলেন, ‘আমি কামালা হ্যারিসকে ভোট দিচ্ছি। কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি মনে করি, তিনি অবিচল ও প্রতিভাধর নেতা। আমি বিশ্বাস করি, আমরা এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই।
সুইফটের এই পোস্টের কয়েক ঘণ্টা পরই ইলন মাস্ক এক্স-এ একটি পোস্ট দেন। তাতে তিনি সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেন। সেই সঙ্গে লেখেন, ‘ভালোই টেইলর.. তুমি জিতেছ..আমি তোমাকে একটি সন্তান উপহার দেব এবং তোমার বিড়ালগুলোকে জীবন দিয়ে পাহারা দেব।’
এর আগে ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন জানিয়েছিলেন টেইলর। ওই বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি।
আগামী ৫ নভেম্বর হতে যাওয়া এবারের নির্বাচন নিয়ে গত মাসে টেইলরকে জড়িয়ে এক বির্তকের সৃষ্টি করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে টেইলর সুইফটের ছবি পোস্ট করেন। এতে তাকে নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানাতে দেখা যায়।
সুইফটের অনেক ভক্ত এবং কয়েকটি নজরদারি গ্রুপ তখন জানায়, ট্রাম্প যেসব ছবি পোস্ট করেছেন সেগুলোর বেশির ভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। সুইফটও একই মন্তব্য করেন।
আসন্ন নির্বাচনে সুইফট ছাড়াও গায়ক জন লেজেন্ড, অলিভিয়া রদ্রিগো, অভিনেতা জর্জ ক্লুনি এবং পরিচালক স্পাইক লি–এর মতো তারকারা কামালা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। আর ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন সাবেক কুস্তিগীর হাল্ক হোগান, টিভি তারকা অ্যাম্বার রোজ এবং ধনকুবের ইলন মাস্কের মতো খ্যাতিমান ব্যক্তিরা।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারিত হবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে। প্রাথমিকভাবে এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছিল।
কিন্তু গত জুলাইয়ে বাইডেন নির্বাচন থেকে সরে গিয়ে ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন দেন। মূলত এরপর থেকেই ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় শিবিরেই নিজ নিজ প্রার্থীর পক্ষে বেশ জোর প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩২