আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কের মঞ্চে উঠে কামালা নিজের পরিচয় দিতে দিতে ট্রাম্পের দিকে হাত বাড়ান। আট বছরের মধ্যে এটিই দুই প্রার্থীর প্রথম হাত মেলানো। এরপর ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীর প্রথম মুখোমুখি বিতর্কে দুজনেই একে অপরের জন্য শুভকামনা জানান।
হ্যারিস বিতর্কের বেশিরভাগ সময় ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করেছেন। ট্রাম্প সে প্রশ্নের উত্তর দেয়ার সময় কামালা কখনও হেসে উঠেছেন কখনও অবিশ্বাস্যভাবে মাথা নেড়েছেন। অন্যদিকে ট্রাম্পকে দেখা গেছে কামালা কথা বলার সময় সোজা তাকিয়েছেন, মাঝে মাঝে মাথা দুলিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট হ্যারিস শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে তার অপরাধমূলক বিচার এবং কোভিড -১৯ মহামারি কিভাবে সামাল দিয়েছেন সে বিষয় নিয়ে আক্রমণ করেন।
ট্রাম্প সে সময় বারবার মুদ্রাস্ফীতি এবং অভিবাসন ও হ্যারিসের রাজনৈতিক দুর্বলতাকে সামনে আনেন। বলেন, বাইডেন-হ্যারিস প্রশাসন দেশকে ধ্বংস করেছে। হ্যারিসকে এ সময় মার্কসবাদী হিসাবে উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্পের সমাবেশগুলোতে মানুষের ভিড় হত না বলে হ্যারিস খোঁচা দেন সাবেক প্রেসিডেন্টকে। বলেন, লোকেরা ক্লান্তি এবং একঘেয়েমি থেকে বাঁচতে তাড়াতাড়ি তার সমাবেশ ত্যাগ করত। ট্রাম্প প্রতিক্রিয়ায় বলেছেন লোকজন তার ( কামালার) সমাবেশে যেতই না। কোন কারণ ছিল না তাদের যাওয়ার ।
এক পর্যায়ে হ্যারিস ট্রাম্পকে বাধা দিলে ট্রাম্প বলেন, ‘আমি এখন কথা বলছি।’ এটা কি পরিচিত শোনাচ্ছে? তিনি মাইক পেন্সের বিরুদ্ধে ২০২০ সালের ভাইস-প্রেসিডেন্সিয়াল বিতর্কে কামালার একই ধরনের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেন।
পরে, হ্যারিস ট্রাম্পকে নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলে ওঠেন চুপ করুন দয়া করে। বিতর্কের কয়েক ঘন্টা আগে, সোশ্যাল মিডিয়ায় অপ্রমাণিত দাবির প্রতিবেদনে ভরে গিয়েছিল। সে রকম একটি দাবি করেন ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স। তিনি বলেন, স্প্রিংফিল্ড, ওহাইওতে হাইতিয়ান অভিবাসীরা পোষা প্রাণী চুরি করে করে খাচ্ছে।
যদিও শহরের কর্মকর্তারা বিবিসিকে দাবিগুলো সমর্থন করার জন্য কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন দেখাতে পারেননি তারপরও ট্রাম্প বিতর্কে এই বিষয়টি তুলে ধরেন। ট্রাম্প বলেন, ‘তারা কুকুর খাচ্ছে, তারা বিড়াল খাচ্ছে, তারা সেখানে বসবাসকারী লোকদের পোষা প্রাণী খাচ্ছে। এটি একটি লজ্জাজনক বিষয়।’
ট্রাম্পের উপর হ্যারিসের সবচেয়ে বড় আক্রমণ এসেছে যখন গর্ভপাতের প্রসঙ্গটি উঠেছে। মার্কিন সুপ্রিম কোর্ট ২০২২ সালে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করার পর থেকে ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে এটি একটি।মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে ট্রাম্পের দিকে আঙুল তোলেন কামালা।
বলেন, সরকারের সঙ্গে একমত হওয়ার জন্য একজনকে তাদের বিশ্বাস বা গভীরভাবে ধারণ করা কোন ইচ্ছে ত্যাগ করতে হবে না। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই একজন নারী তার শরীরে বেড়ে ওঠা অস্তিত্বের সঙ্গে কী করবে তা ঠিক করে দেবেন না।
তবে ট্রাম্প এই কথার প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমি গর্ভপাত নিষিদ্ধ করার পক্ষে নই। ট্রাম্প পুনর্ব্যক্ত করেন যে তিনি ধর্ষণ, মায়ের জীবন ঝুঁকিসহ কয়েকটি ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে এটি সমর্থন করেন।
বিতর্কে ট্রাম্প বলেন হ্যারিসের কোনো পলিসি ছিল না। অভিযোগ করেন প্রচারাভিযানগুলোতে তার নিজের বেশ কিছু আইডিয়া কপি করেছেন হ্যারিস। এছাড়া তিনি বাইডেনের থেকে আলাদা নন বলেও উল্লেখ করেন ট্রাম্প।
তিনি কামালাকে বাইডেনের সঙ্গে তুলনা করে বলেন, ‘তিনি ( কামালা) বাইডেন। কামালা এর জবাবে বলেন, পরিষ্কারভাবেই আমি জো বাইডেন নই।’
অর্থনীতি ইস্যুতে যা জনমত জরিপ ট্রাম্পকে সমর্থন দিয়েছিল এ বিষয়ে হ্যারিস বারবার বলেছেন এ বিষয়ে আমার একটি পরিকল্পনা আছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫