আন্তর্জাতিক ডেস্ক : তিনি আরব আমিরাতের আল আইনে থাকেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) র্যাফেল ড্র’র পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়। আর এই লটারিতে বিজয়ী হিসেবে ওঠে আসে শামসু মিয়ার নাম।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লটারিতে বিজয়ী হিসেবে নাম আসার পর প্রবাসী এই বাংলাদেশি হোস্ট রিচার্ড এবং বউচরার কাছ থেকে একটি ফোন কল পান। লটারি জয়ের খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন শামসু। নূর মিয়া শামসু মিয়া ছাড়াও মঙ্গলবারের ড্র’তে আরও ১০ জন এক লাখ দিরাহাম করে জিতেছেন।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫