মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোলে মাকে মেরে ৭ম শ্রেনীর ছাত্রীকে স্কুলের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে ফিল্ম স্টাইলে অপহরন শার্শায় গবাদি পশুর এলএসডি রোগের বিনামুল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পইন অনুষ্ঠিত ব্যাংক একীভূত হলেও গ্রাহকের ভোগান্তি হবে না: অর্থ উপদেষ্টা ‎লালমনিরহাটে বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা: বাধা দেওয়ায় হুমকি ও মারধর ডোমার কেতকীবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ঘড় পুড়ে ছাই দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই উপহার দিলো – পথ পাঠাগার ‎বসতঘরের বাইরে অবস্থান করছিল রহমত, হঠাৎ গাছ ভেঙে পরে তার শরীরে, অতপর– এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে আফগানরা জয়পুরহাটে নানা আয়োজনে মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপিত  জাকসু নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিলেন হাইকোর্ট

গোপনে সরানো হলো এস আলমের বিলাসবহুল ১৪ গাড়ি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : এস আলম গ্রুপের কারখানা থেকে গোপনে সরানো হলো ১৪টি বিলাসবহুল গাড়ি। আর এ কাজে সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দুই শীর্ষ নেতা। স্থানীয়রা জানান, সরকার এস আলম গ্রুপের বিরুদ্ধে নড়েচড়ে বসলে মইজ্জার টেকে গুদামে রাখা হয়েছিল গাড়িগুলো। 

এস আলম গ্রুপের কর্নফুলী নদীর দক্ষিণ পাড়ে মইজ্জার টেক এলাকায় অবস্থিত শিল্পাঞ্চলের গুদাম থেকে ১৪টি দামী কার ও জীপ রাতের আঁধারে সরিয়ে ফেলা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হকের তত্ত্বাধানে এসব গাড়ি সরানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জসহ দামি ব্রান্ডের এসব গাড়ি এর আগে নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকার বাড়ির সামনে রাখা ছিল। এস আলম গ্রুপে কর্মরত এক কর্মকর্তা বলেন, সরকার এস আলম গ্রুপের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়ার পর গাড়িগুলো গোপনে মইজ্জার টেকের গুদামে সরিয়ে রাখা হয়। বৃহস্পতিবার একদল লোক পটিয়ায় পৌর এলাকায় অবস্থিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাড়িতে হামলা করতে যায়। তখন এলাকার লোকজন বাধা দিলে হামলাকারীরা পিছু হঁটে। তবে এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে। এরপরই রাতে গাড়িগুলো সরিয়ে ফেলা হয়।

একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি বের করার সময় বিএনপি নেতা আবু সুফিয়ানের গাড়ি চালক মনসুর সেখানে দাঁড়িয়ে আছেন। আর গাড়ি বের করার কাজটি দেখভাল করছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে বিএনপির প্রার্থী ছিলেন এনামুল হক। এস আলম গ্রুপের সঙ্গে দুঃসম্পর্কের আত্মীয়তা আছে বলে দাবিও করেন এনাম। 

এনামুল হক  বলেন, ‘আমরা মূলত মীর গ্রুপে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে শুনে সেখানে গিয়েছিলাম। এস আলমের গাড়ি বের করতে যাইনি। মীর গ্রুপের মালিক আমার আত্মীয়। মীর গ্রুপের সঙ্গে এস আলমের আত্মীয়তা হয়েছে। তারা ব্যবসায়িক পার্টনারও। তাদের যৌথ ব্যবসাও আছে।’

প্রায় একই কথা বলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানও। তিনি বলেন, ‘এস আলম গ্রুপের লোকজন যদি গাড়ি বের করেন, তাহলে আমার চালক লাগবে কেনো? তাদেরইতো লোক আছে। আমরা আসলে মীর গ্রুপের কারখানায় চাঁদাবাজি হচ্ছে জানতে পেরে আমি আর এনাম ঘটনাস্থল দেখতে গিয়েছিলাম। গাড়ি কারা বের করেছে, কোথায় নিয়ে গেছে আমরা জানি না।’

জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের শিল্প কারখানায় আগুন দেওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে কারখানার মালিকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এস আলম গ্রুপের একজন কর্মকর্তা বলেন, মূলত ওই ধরনের আতঙ্ক থেকে গাড়িগুলো সরিয়ে ফেলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গাড়িগুলোতে নগদ টাকা থাকায় গভীর রাতে অতি গোপনে সেগুলো বের করা হয়। 

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit