আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনগ্রসর জনগোষ্ঠী সম্প্রদায়ের এক গৃহবধুকে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশী ছপিয়ার রহমানের স্ত্রী কাজল ও তার মেয়ে সুইটির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডোমার পৌর এলাকার ১নং ওয়ার্ডে কলেজপাড়া গ্রামে।অভিযোগ সুত্রে জানাযায়, একই এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর সম্প্রদায়ের সুশিল দাসের স্ত্রী রুমা দাসের সাথে রাজু দাসের স্ত্রী রেখা দাসের পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ চলে আসছে। ঘটনার দিন ২৪ আগস্ট দুুপুরে রুমা ও রেখার সাথে ঝগড়া বিবাদ হয়। ঘটনা স্থলে এলাকার সফিয়ার রহমানের স্ত্রী জোসনা আরা বেগম কাজল (৪৫), ও তার মেয়ে সারমিন সুলতানা সুইটি (২৮) এসে ঐ ঘটনাকে কেন্দ্র করে রুমা দাস (৪০)কে বেধরক মারপিট করে। তাদের মারপিটের কারণে রুমা দাস অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে বিগত ৪দিন যাবত রুমা দাস গুরুত্বর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে রুমা দাসের স্বামী সুশিল দাস বাদী হয়ে বিবাদীগনের বিরুদ্ধে ডোমার থানা, পৌর প্রশাসন ও উপজেলা পূজা সমন্বয় কমিটি কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত জোসনা আরা বেগম কাজল জানান রুমা দাস আমাকে গালমন্দ করেছিল আমি এর প্রতিবাদ করতে গেলে আমাকে উল্টো মারপিট করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগকারী সুশিল দাস বলেন আমরা অনগ্রসর জনগোষ্ঠী সম্প্রদায়ের লোক বলে তারা মারপিট করে উল্টো আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বিষয়টি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী পরিবার।
কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/সকাল ৯:৫৫