পাখি আমার একলা পাখি
—————————–
প্রায় দু বছর আগে একজন আমার প্রথম উপন্যাস ”নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান” সংগ্রহ করেছিল। কিন্তু নানান কারণে তার পড়া হয়ে উঠেনি। কিন্তু ছাত্র-জনতার আগস্ট ২৪ বিপ্লবে সারাদিন ঘরে বন্দি থাকতে হয়েছে তাকে। বাইরে কারফিউ, গোলাগুলি, মারামারি। ঘরে নেট নেই। পুরো পৃথিবীটা স্থবির হয়ে পড়েছিল তার।
এই অখন্ড অবসরে সেই মানুষটি আমার বই হাতে নিয়ে পড়া শুরু করল। পুরো বই শেষ করে তিনি আমাকে ফোন করে বললেন, তোমার লেখায় এত আবেগ আসে কোথা থেকে ? বইয়ের পাতায় পাতায় যেন কান্না লুকিয়ে রেখেছ ? এত আবেগ, এত কান্না কোথায় পেলে ?
আমি বলি, এই কান্না এসেছে পাখি থেকে। গানের কথায় পাখির জন্যে যে আহাজারি, সে আহাজারিকে আমি কান্না হয়ে উগড়ে দিয়েছি বইয়ের পাতায়।
উনি বললেন, এটাতো মন পাখির জন্যে আহাজারি। আমি বললাম, হ্যা। এটা আমার, পাখি আমার একলা পাখি।
পাখি রে, তুই দূরে থাকলে
কিছুই আমার ভালো লাগে না
পাখি রে, তুই…
যদি কোনোদিন আমার পাখি
আমায় ফেলে উড়ে চলে যায়
এক একা রবো নিরালায়
পাখি রে, তুই কবে আমার আপন হবি
কিছুই জানি না।
লেখকঃ লুৎফর রহমান একজন রাজনীতিবিদ ও লেখক। তিনি নিয়মিত লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লুৎফর রহমান ৮০ এর দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরতে চারটি রাজনৈতিক উপন্যাস লিখেছেন, যা দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের খন্ডচিত্র এঁকে তিনি এখন ব্যাপক পরিচিত পাঠক মহলে। গঠনমূলক ও ইতিবাচক লেখনীতে তিনি এক নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছেন।
কিউএনবি/বিপুল/৩০.০৮.২০২৪/রাত ১০.১৫