বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের বাড়ি ফেণীতে। সেখানে ৩০ বছর কাটিয়েছেন তিনি। বাবা-মা কেউই বেঁচে নেই। নোয়খালী সদরের সোনাপুর এলাকায় তার খালার বাড়ির নিচতলায় বন্যার পানি ঢুকে গেছে। তিনি তার আত্মীয়-স্বজনদের খোঁজখবর নেয়ার চেষ্টা করলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মোবাইল ফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
তিনি বলেন, ‘আমাদের ফেনীর বাড়িতে কেউ থাকেন না। তবে বাড়িটা ডুবে গেছে। নোয়াখালীতে আমার খালার বাড়ির নিচতলায় পানি উঠে গেছে। সেখানকার রাস্তাঘাট ডুবে গেছে। তবে এখন পর্যন্ত তারা নিরাপদে আছেন। কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি। আত্মীয়-স্বজন কারও নম্বরে যোগাযোগ করতে পারছি না। এত পানি ফেনীর মানুষ কখনো দেখেনি। এই প্রজন্ম তো দূরে, আমরাও দেখিনি।’
জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। বন্যায় তার গ্রামের বাড়িতে পানি উঠে গেছে উঠানে। কয়েক দিন ধরে এই অবস্থা। এখনো সবার খোঁজখবর রাখতে পারছেন। তিনি বলেন, ‘চৌমুহনী, নোয়াখালী, ফেনী, পরশুরাম, ছাগলনাইয়ার দিকে যেভাবে পানির ঢল এসেছে, আমাদের এ দিকটায় তা আসে নাই এখনো। ঘরে পানি ওঠা বাকি আছে কেবল। ঢলের পানি যদি আসে, তাহলে ঘরেও ঢুকে যাবে।’মাহফুজ আহমেদ ঢাকা আর সিডনি মিলিয়ে থাকলেও সময়-সুযোগ পেলেই ছুটে যান রামগঞ্জে। মা আর ভাই সেখানেই থাকেন।
অভিনেত্রী মুমতাহিনা টয়ার দাদা ও নানাবাড়ি নোয়াখালীতে। কিন্তু বেড়ে উঠেছেন রাঙ্গামাটিতে। তার আত্মীয়-স্বজনের প্রায় ৬০ শতাংশ সেখানে থাকেন। অভিনেত্রী জানালেন, তার দুই খালার বাড়ি অর্ধেক ডুবে গেছে। তারা আপাতত তার মামার বাড়িতে গিয়ে উঠেছেন। টয়া বললেন, আমার ফুফুর বাড়িও প্রায় অর্ধেক ডুবে গেছে। এখান থেকে আমরা কিছু করতে পারছি না। তবে সেখানে কিছু টিম কাজ করছে। এই অঞ্চলে উদ্ধারের পাশাপাশি ত্রাণের প্রয়োজন। আমার দাদাবাড়িতে স্কুল-মাদ্রাসা আছে, সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে।
আরেক তারকা জামিল হোসেনের গ্রামের বাড়ি মাইজদী শহরের বাবুনগরের হাসানহাট এলাকায়। বন্যায় তার গ্রামের বাড়িতেও পানি ঢুকেছে। জানালেন, ঘরে তার কোমর সমান পানি। বন্যার ভয়াবহতা টের পেয়ে বাড়িতে থাকা পরিবারের সদস্যরা শহরের আত্মীয়-স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের বাড়ি ফেনী শহরের নাজির রোডে রেলগেটের পাশে। ওখানে ভাই ও তার পরিবার থাকে। মা ঢাকা আর ফেনী মিলিয়ে থাকেন, এবার বন্যা শুরুর কয়েক দিন আগে তিনি ঢাকায় এসেছেন।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫২