বিনোদন ডেক্স : জনপ্রিয় সংগীতশিল্পী মাইলি সাইরাস পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন। জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব আগামী ২-১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী দিনে ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসকে এই সম্মাননা তুলে দেওয়া হবে। গানটি মাইলি সাইরাস সহলেখক হিসেবে লিখেছেন।
























