স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের সেরা গোলরক্ষকদের তালিকায় শীর্ষেই থাকবেন থিবো কোর্তোয়া। তবে ডমেনিকো টেডেসকোর কাছে তিনি একেবারেই গড়পড়তা! বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর এই গোলরক্ষকের দরজা একেবারে বন্ধ করে দিয়েছেন এই কোচ।
ক্লাব ফুটবল কিংবা জাতীয় দল, সব ক্ষেত্রেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এসেছেন কোর্তোয়া। মাস দুয়েক আগেই রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ। বেলজিয়াম দলেও তার অবদান আছে অনেক। এত কিছু সত্ত্বেও কোচের কাছে অবহেলিতই থেকে গেছেন তিনি।
কোর্তোয়ার মতো বিশ্বমানের গোলরক্ষক কেন বেলজিয়াম দলে অবহেলিত, এমন প্রশ্নও উঠেছে অনেকবার। তবে এবার এ নিয়ে বোমা ফাটালেন কোর্তোয়া নিজেই। ডমেনিকো টেডেসকোর অধীনে আর কখনোই জাতীয় দলে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
কোর্তোয়া বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পেরেছি বলে আমি কৃতজ্ঞ। এটা শুধু আমার স্বপ্নই ছিল না, যখন আমি দেখি ১০০’র ওপরে ম্যাচ খেলেছি সত্যিই আমি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে ফেলি। তবে দুর্ভাগ্যবশত বর্তমান কোচ আমার বিষয়টি বিবেচনায় নেননি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই কোচিং ম্যানেজমেন্টের অধীনে আরও কোন ম্যাচ খেলব না।’
কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর রবার্তো মার্তিনেজ বেলজিয়ামের দায়িত্ব ছাড়লে দলের দায়িত্ব দেয়া হয় টেডেসকোর ঘাড়ে। ইউরো চ্যাম্পিয়নশিপের আগে সেই চুক্তির মেয়াদ বাড়ায় বেলজিয়ান এফএ। ইউরোর শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বেলজিয়াম বিদায় নেয়ার পর বেশ সমালোচনার মুখে টেডেসকোর টেকনিক। এর মাঝে কোর্তোয়ার এমন মন্তব্য বিপাকে ফেলতে পারে এই কোচকে।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০