ডেস্ক নিউজ : এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে পরিচালনা পর্ষদ বাতিল করে দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। বুধবার (২১ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে মানববন্ধনে এ দাবি তুলে ধরেন তারা।
এসময় ব্যবসায়ীরা বলেন, গত ১৫ বছর যাবৎ এফবিসিসিআই এর কার্যক্রম, ব্যবসা, শিল্প, বাণিজ্য সঠিকভাবে পরিচালিত হয়নি। ব্যবসার স্বার্থে নয় বরং রাজনৈতিক স্বার্থে এফবিসিসিআই ভবনকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়েছিলো বলেও অভিযোগ করেন তারা।
ব্যবসায়ীরা আরও বলেন, এই পরিচালনা পর্ষদ গেলো কয়েকবছর বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করেছে।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৮:২১