আন্তর্জাতিক ডেস্ক : নিহতরা হলেন ইয়াগেভ বুচতাব,আলেকজান্ডার ড্যান্সিগ, আব্রাহাম মুন্ডার, ইওরাম মেটজগার,নাদাভ পপলওয়েল এবং চেইম পেরি। সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় রাতভর অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে তারা। তবে কখন বা কীভাবে ছয়জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সেনাবাহিনী। এ বিষয়ে তাদের পরিবারকে জানানো হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে জিম্মি পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন হোস্টেজ ফ্যামিলি ফোরাম দ্রুত হামাসের সঙ্গে জিম্মি মুক্তি নিয়ে চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংগঠনটি গাজায় হামাসের হাতে জিম্মি আরও ১০৯ ইসরাইলির মুক্তির দাবি জানিয়েছে এবং বলেছে শুধুমাত্র একটি চুক্তির মধ্য দিয়েই তা সম্ভব। এ বিষয়ে ইসরাইলি সরকার ও মধ্যস্থতাকারীদের সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানায় সংগঠনটি।
ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করতে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে তেল আবিব। সেই সময় ইসরাইলে হামলা চালিয়ে ১২শ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস।
কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩