বিনোদন ডেস্ক : জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন অভিনেতা। সঙ্গে ‘মায়ালজিয়া’ বা পেশিতে যন্ত্রণা ছিল তার। চিকিৎসকদের মতে, অভিনেতার ফুসফুসে সংক্রমণ রয়েছে। সেই কারণে আপাতত কয়েকদিন ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেইসঙ্গে আগামী পাঁচদিন ওষুধ খেতে হবে তাকে।
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতাদের তালিকার একেবারে উপরের দিকে রয়েছেন মোহনলাল। চড়া পারিশ্রমিক পাওয়া দক্ষিণী তারকাদের মধ্যেও নাম রয়েছে তার। ‘দৃশ্যম’ ছবির সাফল্যের পর থেকে সারা দেশেই জনপ্রিয় তিনি। এক বছরে সবচেয়ে বেশি হিট ছবিতে অভিনয় করে ভারতীয় চলচ্চিত্র জগতে নজির গড়ে তোলেন মোহনলাল। অমিতাভ বচ্চন, রজনীকান্ত বা শাহরুখ খান— বলিপাড়ার পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতের কোনও অভিনেতাই মোহনলালকে এ বিষয়ে টেক্কা দিতে পারেননি।
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮