শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সনুরা গ্রামের বাসিন্দা সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শফিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে বুধবার তাঁর নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১১ আগষ্ট রাতে তিনি ইন্তেকাল করেন।
সৈয়দ শফিকুল ইসলাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সৈয়দ মাজহারুল হক সোহাগের বড় ভাই এবং সুফি সাধক সৈয়দ মিজানুর রহমান ওরফে চৌধরী মিয়ার দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১২