স্পোর্টস ডেস্ক : ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে ভারতের কোচিং প্যানেল পূর্ণতা পেল। প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সহকারী কোচ অভিষেক নায়ার এবং রায়ান টেন ডোস্কাটে এবং ফিল্ডিং কোচ টি. দিলিপের সঙ্গে থাকছেন মরকেলও।
ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বোলিং কোচের পদে মরনে মরকেল এবং ভারতীয় পেসার আর. বিনয় কুমার বাকিদের চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু বুধবার (১৪ আগস্ট) বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ মরকেলের নাম ঘোষণা করেন। গত ডিসেম্বরের আগ পর্যন্ত মরকে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ভারতের বোলিং কোচ হিসেবে গম্ভীর তার নাম সুপারিশ করেন, যার সঙ্গে তিনি দুই মৌসুম (২০২২-২৩) আইপিএলে লখনৌ সুপার জায়ান্ট এবং এসএ টি-২০’তে ডারবান সুপার জায়ান্টে কাজ করেছেন।
কোচ হিসেবে মরকেলের প্রথম চ্যালেঞ্জ ভারতের পেস বোলিং বেঞ্চের শক্তি বৃদ্ধি করা। ব্যস্ত হোম সিরিজের পর চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ১৯৯২ সালের পর এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। মরকেলকে নিয়োগ দিলেও সাইরাজ বাহুতুলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। সাবেক এই লেগ স্পিনার শ্রীলঙ্কা সফরে বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। তবে ভবিষ্যতে মরকেলের সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করবেন নাকি অন্য কোনো দায়িত্বে তাকে দেখা যাবে তা এখনও নিশ্চিত নয়।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:০০