স্পোর্টস ডেস্ক : টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজে জয় পায় সনাথ জয়াসুরিয়ার শিষ্যরা।
এবার লঙ্কানদের মিশন ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এ সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে লঙ্কানরা। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে দলকে এক সুতোয় গেঁথেছেন জয়সুরিয়া। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন জয়াসুরিয়া। তাই জয় দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা রাঙাতে চান তিনি।
জয়াসুরিয়া বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আমার অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব শেষ হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে ইংল্যান্ড সিরিজ জয়ের মধ্যে শেষ করতে চাই।’
ইতোমধ্যে আসন্ন ইংল্যান্ড সফর সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন নিসালা থারাকা এবং মিলান রত্নায়েকে। দলে ফিরেছেন জেফরি ভ্যান্ডারসে। সম্প্রতি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেন এই বোলার। ইংলিশ কন্ডিশন বিবেচনা করেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ভ্যান্ডারসেকে। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কা। থ্রি লায়ন্সের বিপক্ষে জয় পেতে টিম পারফরম্যান্সেই ভরসা কোচের।
জয়াসুরিয়া বলেন, ‘আমরা খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ পারফরম্যান্স আশা করছি। ক্রিকেটারদেরও আমরা সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি। যদি আমরা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এই তিন ডিপার্টমেন্টে ভালো করতে পারি তাহলে শ্রীলঙ্কা টেবিলের শীর্ষে যেতে পারবে।’
এদিকে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। ব্যাকআপ ব্যাটার হিসেবে থাকবেন তিনি। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে ১২ ইনিংসে ৬৯.৩৬ গড়ে ৩টি সেঞ্চুরিতে ৭৬৩ রান করেছেন ২৩ বছর বয়সী কক্স। ম্যানচেস্টারে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৯ আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং ৬ সেপ্টেম্বর ওভালে শুরু হবে শেষ টেস্ট।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০