স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যদের সার্বক্ষনিক সহযোগীতার আশ্বাষ দিয়ে মেজর সাদমান বলেছেন, জনগণের নিরাপত্তায় পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। যারা লুটপাট ও অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে আর কোনো ধরনের অরাজকতা করতে দেয়া হবে না। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ সদস্যদের পাশাপাশি সার্বক্ষনিক মাঠে থাকবে সেনাবাহিনী। শনিবার দুপুরে মনিরামপুর থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
থানা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) এবিএম মেহেদী মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক ফজলুল হক, যুব জমিয়াতে উলামায় ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হুসাইন আহমদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বাজার সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু প্রমুখ। মত বিনিময় সভায় রাজনৈতিক , সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ীসহ সকলে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগীতার আশ্বাাষ দেন।
এর আগে থানা পুলিশের পক্ষ থেকে এসআই সানমুন মোল্লা সোহান ১১ দফা দাবি কথা উল্লেখ করে বলেন, ‘পুলিশ স্বাধীনভাবে কাজ করতে চাই। পরিবর্তিত উদ্ভুত পরিস্থিতিতে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতসহ রাজারবাগ পুলিশ লাইন্স থেকে নির্দেশ পাওয়া মাত্রই তারা মাঠে কাজ শুরু করবেন। সভা শেষে শহীদদের রুহের মাগফিরত কামনায় দোয়া করা হয়। এছাড়াও শুক্রবার বিকেলে থানায় এসে পুলিশ সদস্যদের খোজখবর নিয়ে তাদের মনোবল বাড়াতে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে কর্মতৎপরতা শুরুর জন্য অনুরোধ করেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুুবুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার মাসুদ আলম।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২৪,/রাত ১১:২৫