ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নগরের বিভিন্ন এলাকায় দেয়ালে আঁকছেন গ্রাফিতি, আইল্যান্ডে লাগাচ্ছেন গাছের চারা। কেউবা নিয়েছেন সড়কে যানবাহন চলাচলে ট্রাফিক পুলিশের ভূমিকা।
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আইল্যান্ডে লাগাচ্ছেন গাছের চারা। এই পরিকল্পনা বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তারা। এছাড়া পোস্টার সরানো ও বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে ৩য় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে। কাজীর দেউড়ি, আগ্রাবাদ, চকবাজার, ষোলশহর, হালিশহর, লালখান বাজার মোড়, প্রবর্তক মোড়, ওয়াসার মোড়সহ জনবহুল এলাকায় তারা যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট-বিএনসিসি’র সদস্যরাও। এদিন আনসার সদস্যদের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে। দুই নম্বর গেট মোড়ে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেন, শিক্ষার্থীরা সহায়তা করছে। চালক, যাত্রী, পথচারী সবাই নিয়ম মানছে।
কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২৫