ডেস্ক নিউজ : বর্তমান অবস্থায় দেশে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বুধবার (০৭ আগষ্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপ্রতি মোহাম্মদ সাহাবুউদ্দিন এর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে তিনি এই কথা বলেন।
পার্থ বলেন, সরকার পতনের পর রাজনৈতিক নেতাদের সাথে রাষ্ট্রপতির সাথে আলোচনার সময় আমি জেলে ছিলাম। এজন্য আজ দেখা করতে এসেছি। অন্তর্বর্তী সরকার নিয়ে কথা হয়েছে। যে মারামারি হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ১১:২৮