স্পোর্টস ডেস্ক : মার্শেইয়ে বুধবার (৭ আগস্ট) অলিম্পিকে মেয়েদের ফুটবলে ফেবারিট স্পেনকে ৪-২ গোলে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আগেই জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
ষষ্ঠবারের মতো অলিম্পিকের সেমিফাইনালে খেলতে নামা ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের একাধিক ভুল কাজে লাগিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে। পার্ক দে প্রিন্সেসে চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম সোনা জয়ের লক্ষ্যে নামবে ব্রাজিল।
গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষেই শেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই ম্যাচে তারা অবশ্য ২-০ গোলে হেরে গিয়েছিল। আজকের ম্যাচে ব্রাজিল খেলতে নেমেছিল তাদের অধিনায়ক ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মার্তাকে ছাড়াই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল কার্ড পাওয়ায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
এদিন ষষ্ঠ মিনিটেই স্পেনের গোলরক্ষক কাতা কোলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে ইয়াসমিমের দুর্দান্ত পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গাবি পোর্তিলহো।
৭২ মিনিটে প্রতিআক্রমণে ওঠা ব্রাজিল অধিনায়ক আদ্রিয়ানার হেডে ব্যবধান আরও বাড়ায়। তার আগে অবশ্য ব্রাজিলের দুদা সাম্পাইয়োর আত্মঘাতী গোলে ব্যবধান কমিয়েছিল স্পেন। ব্রাজিলের ক্যারোলিন ম্যাচ শেষের আগে আরও একটি গোল করেন। স্পেনের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন সালমা পারালুয়েলো।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০