ডেস্ক নিউজ : শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট মো. অলি উল্লাহ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শহিদুল ইসলামের আদালত পৃথক আদেশে তাদের জামিন দেন।
এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা মামলায় চট্টগ্রামের বাঁশখালীতে রেজাউল আজিম, রাউজানে মনিরুল ইসলাম আতিক ও লোহাগাড়ায় আবদুল্লাহ মোহাম্মদ তাহিদ নামে তিন এইচএসসি পরিক্ষার্থী গ্রেফতার হয়েছিলেন।
বিশেষ আবেদনের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা বন্ডে তিন এইচএসসি পরীক্ষার্থীকে জামিনের আদেশ দিয়েছেন। তিনি আরও বলেন, কোটা আন্দোলনে চট্টগ্রাম জেলায় কোনো মামলায় এইচএসসি পরিক্ষার্থী গ্রেফতার হলে তাদের পরিবারকে অনুরোধ করব আমাদের সঙ্গে যোগাযোগ করতে। আমরা তাদের সন্তানদের জামিনের ব্যবস্থা করব।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫০