আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার (৫ জুলাই) নয়ডার লজিক্স মলে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেছেন।
এরইমধ্যে মলটি খালি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রকাশিত ভিডিওগুলোতে বহুতল ওই মল ভবনটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।