ডেস্ক নিউজ : ২০২৩ ভারত বিশ্বকাপ খেলেই ওয়ানডেকে বিদায় বলেছিলেন কুইন্টন ডি কক। এদিকে বয়সটা যখন ছিল স্রেফ ২৮, ২০২১ সালে তখন বিদায়টা বলে দিয়েছিলেন টেস্টকে। এতেই এমন গুঞ্জন উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসর দিয়ে এবার অবসরের ঘোষণা দিয়ে দিবেন পুরো আন্তর্জাতিক ক্রিকেটকেই। তবে ফাইনাল ম্যাচের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেন এই প্রোটিয়া ব্যাটার থেকে। এতেই টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে আরও কিছুদিন পাওয়ার আশায় আছেন প্রোটিয়া কোচ রব ওয়াল্টার।
২৬ বছরের শিরোপা খরা কাটানোর অনেকটাই দুয়ারে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরের ফাইনালে ভারতের কাছে গত ২৯ জুন ৭ রানে হেরে যায় এইডেন মার্করামের দলটি। প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত বিশ্ব মঞ্চে তিনটি সেমি ও একবার ফাইনালে হেরে শিরোপা ছোঁয়া হলো না ডি ককের। তবে কী আরও একটি বিশ্বকাপের দিকে চেয়ে আছেন এই ৩১ বছর বয়সী তারকা ব্যাটার? সেটি আপাতত থাক প্রশ্ন হিসেবেই। আপাতত এই তারকা টি-টোয়েন্টির দলে পাওয়া নিয়ে আশা রাখছেন প্রোটিয়া কোচ।
প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত ৯২টি ম্যাচ খেলেছেন ডি কক। যেখানে ৩১.৫১ গড় এবং ১৩৮.৩২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৫৮৪ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো প্রোটিয়া ব্যাটারের করা সর্বোচ্চ।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৮